Last Updated: Monday, February 18, 2013, 11:03
সোমবার নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ইমকোং এল ইমচেনকে বেআইনি অস্ত্র সঙ্গে হিসাব বহির্ভূত ১কোটি ১০ লক্ষ টাকা বহন করার অপরাধে আটক করা হল। পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী কোহিমা থেকে নিজের বিধানসভা কেন্দ্র কোরিয়াডাঙ্গাতে যাওয়ার পথে ওখা জেলার কাছে ইমচেনের গাড়ি আটক করেন অসল রাইফেলসের জওয়ানরা।