Last Updated: Sunday, August 18, 2013, 10:35
এ যেন উলটপুরান। একসময় মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বিদ্যুতের পক্ষে জোরদার সওয়াল করেছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্র আজ বলছে পরমাণু বিদ্যুত উত্পাদন বেশ খরচ সাপেক্ষ। খরচের ধাক্কা সামলাতে না পেরে চারটি পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছে আমেরিকা। এমনটাই জানিয়েছেন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়ার ওপারেটরসের ডিরেক্টর ডেভ পার। একইসঙ্গে তিনি জানিয়েছেন ভারতের ক্ষেত্রে এই বিদ্যুত্ উত্পাদন লাভজনক হবে।