nuclear programme of - Latest News on nuclear programme of| Breaking News in Bengali on 24ghanta.com
ইরানে ব্রিটিশ দূতাবাসে হামলা জনতার

ইরানে ব্রিটিশ দূতাবাসে হামলা জনতার

Last Updated: Wednesday, November 30, 2011, 10:26

তেহরানে ব্রিটিশ দূতাবাসে হামলা চালাল একদল বিক্ষোভকারী। ইরানের বিরুদ্ধে ব্রিটেন কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করাতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। দূতাবাসের ব্রিটিশ পতাকা সরিয়ে বিক্ষোভকারীরা ইরানের পতাকা লাগিয়ে দেয়। এধরনের হামলার ফল আগামিদিনে মোটেই সুখকর হবে না বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন।