Last Updated: Saturday, December 17, 2011, 17:33
রবিবার সকালে পাকিস্তানে গিয়ে ভিসা নবীকরণের গুজব ছড়ানো মাত্রই বীণা মালিকের আর জনসমক্ষে বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। আর সেটাই করলেন বীণার মুখপাত্র। বীণার মুখপাত্র আজ সাংবাদিকদের বলেছেন ‘আমি বীণার সাথে দেখা করতে ওকউড পার্কে যাচ্ছি। ওর সাথে সামান্য কথাও হয়েছে আমার’।