oil mafia - Latest News on oil mafia| Breaking News in Bengali on 24ghanta.com
প্রশাসনের নাকের ডগায় বেআইনী তেল ব্যবসা, এক্সক্লুসিভ ২৪ ঘণ্টা

প্রশাসনের নাকের ডগায় বেআইনী তেল ব্যবসা, এক্সক্লুসিভ ২৪ ঘণ্টা

Last Updated: Sunday, May 5, 2013, 12:04

প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি তেল ব্যবসা। কীসের মদতে? এর নেপথ্যে রয়েছে কারা ? খুঁজতে গিয়ে চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দিনের বেলাতেই ট্যাঙ্কার থেকে নামিয়ে নেওয়া হচ্ছে তেল। পাচার করে দেওয়া হচ্ছে অন্যত্র। নগদ টাকা দিয়েই বেআইনিভাবে হচ্ছে তেল পাচার।