Last Updated: Friday, July 27, 2012, 15:45
অলিম্পিক ভিলেজের স্টেডিয়াম। বিশ্বের তাবড় তাব়ড অ্যাথলিটদের রণক্ষেত্র। এখানেই কারও স্বপ্ন হবে সফল কেউ কেউ আবার হবেন ব্যর্থ। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় নামছেন অলিম্পিকের কোন কোন স্টেডিয়ামে, ২৭ জুলাই থেকে আগামী ১৭ দিন বিশ্বের ভারতের রণক্ষেত্র কোনগুলি তাই দেখে নেওয়া যাক।