Last Updated: Saturday, July 12, 2014, 13:26
২৪ ঘণ্টার খবরের জের। মালদার বামনগোলায় ষোল বছর ধরে বিবস্ত্র অবস্থায় শিকলবন্দি যুবতীকে উদ্ধার করল জেলা প্রশাসন। তাঁকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল ২৪ ঘণ্টায় এ খবর প্রথম সম্প্রচারিত হয়। এরপরই উদ্যোগী হয় জেলা প্রশাসন। মালদা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে বামনগোলা ব্লক। সেখানকারই মদনাবতী পঞ্চায়েতের পশ্চিমপাড়ায় বাঁশঝাড়ে শিকলবন্দি অবস্থায় ষোল বছর কাটিয়ে দিয়েছেন এই যুবতী।