Last Updated: Thursday, November 14, 2013, 16:19
আবার বিস্ফোরক নরেন্দ্র মোদী। আবার নিশানায় কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। আজ একটি ছত্রিসগড়ে তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে একটি নির্বাচনী র্যালিতে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস সভানেত্রীকে `ম্যাডাম` বলে সম্বোধন করে তাঁর অসুস্থতার দোহাই দিয়ে সরে যেতে পরামর্শ দিলেন। তার সঙ্গে সোনিয়াপুত্রকে ডাকলেন `শাহজাদা` নামে।