Last Updated: Sunday, September 22, 2013, 10:36
সবাই একপ্রকার ধরেই নিয়েছিল এ বার অস্কার পুরস্কারের জন্য অনুরাগ কাশ্যপ, করন জোহরদের সিনেমা `লাঞ্চ বক্স`ভারত থেকে মনোননয়ন পেতে চলেছে। কিন্তু সবাইকে অবাক করে ৮৬ তম অস্কারের বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি সিনেমা `গুড রোড`কে।