osidhara - Latest News on osidhara| Breaking News in Bengali on 24ghanta.com
কিষেণজির কবিতা অসিধারা ছদ্মনামে প্রকাশিত

কিষেণজির কবিতা অসিধারা ছদ্মনামে প্রকাশিত

Last Updated: Monday, November 26, 2012, 21:20

প্রহ্লাদ, রামজী, প্রদীপ, শঙ্কর, বিমল। এই সবকটি নাম একই ব্যক্তির। যাকে সবাই চেনেন কিষেণজি নামে। এবার তাঁর আরও একটি ছদ্মনাম জানা গেল। যে নামে তিনি কবিতা লিখতেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে সেই নামেই প্রকাশিত হয়েছে একটি কবিতা সংকলন। কোটেশ্বরলু ওরফে কিষেণজি। গত বছরের ২৪ নভেম্বর, নিহত হওয়ার পর জানা গেছিল তাঁর বেশ কয়েকটি ছদ্মনামের কথা। কিন্তু প্রথম মৃত্যুবার্ষিকীতে জানা গেল আরও একটি ছদ্মনামের কথা। তা হল অসিধারা। অসিধারার কবিতা সংকলন, নতুন সকাল নামে এই বইটি প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর।