Last Updated: Tuesday, December 11, 2012, 15:53
সফলভাবে অস্ত্রপচার হয়ে গেল মনীষা কৈরালা। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত মনীষার নিউ ইয়র্কের এক হাসপাতালে অস্ত্রপচার হওয়ার কথা ছিল গত সোমাবার। অস্ত্রপচারের পর মনীষার ম্যানজার সুব্রত ঘোষ সাংবাদিকদের জানান, "নির্ধারিত সময় মেনেই সোমবার সকাল ৯টায় অস্ত্রপচার হয়েছে মনীষার।