Last Updated: Monday, June 4, 2012, 17:56
মহাকাশের যাত্রাপথে সূর্যকে অতিক্রম করবে শুক্র। সে সময় সূর্যের ওপর শুক্রের যে ছায়া পড়বে তা আগামী ৫ ও ৬ জুন দেখা যাবে পৃথিবী থেকে। বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে বিশ্বজুড়ে চূড়ান্ত তত্পরতা মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে। কারণ জোড়ায় এই অতিক্রমের ঘটনা ঘটলেও, তা ঘটে একশো বছরেরও বেশি সমযের ব্যবধানে।