Last Updated: Saturday, March 1, 2014, 23:24
তিনবছরের লড়াই শেষে মিলল বিচার। ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন রোগী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কসবার বাসিন্দা তরুন মজুমদার পায়ে চোট নিয়ে দুহাজার এগারো সালে ভর্তি হয়েছিলেন স্থানীয় একটি নার্সিং হোমে। চিকিতসকের ভুল চিকিতসায় হাত অবশ হয়ে যায় তাঁর।