paitent - Latest News on paitent| Breaking News in Bengali on 24ghanta.com
৩ বছরের লড়াই, অবশেষে ক্রেতা সুরক্ষা আদালতের রায় ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন রোগী

৩ বছরের লড়াই, অবশেষে ক্রেতা সুরক্ষা আদালতের রায় ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন রোগী

Last Updated: Saturday, March 1, 2014, 23:24

তিনবছরের লড়াই শেষে মিলল বিচার। ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন রোগী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কসবার বাসিন্দা তরুন মজুমদার পায়ে চোট নিয়ে দুহাজার এগারো সালে ভর্তি হয়েছিলেন স্থানীয় একটি নার্সিং হোমে। চিকিতসকের ভুল চিকিতসায় হাত অবশ হয়ে যায় তাঁর।