Last Updated: Friday, February 10, 2012, 14:40
সঙ্কট কাটছে না পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির। আদালত অবমাননার অভিযোগে গিলানির বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি সমন জারি করে পাক সুপ্রিম কোর্ট। সেই সমনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গিলানির আবেদন শুক্রবার খারিজ করে দিল সে দেশের সুপ্রিম কোর্ট।