Last Updated: Sunday, April 15, 2012, 09:55
জঙ্গি হামলার জেরে পাকিস্তানের একটি জেল পালিয়ে গেল ৩৮৪ জন কয়েদি। শনিবার স্থানীয় সময় রাত একটা নাগাদ উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার প্রদেশের বান্নু শহরের একটি জেলে হামলা চালায় একদল জঙ্গি। এলোপাথাড়ি গুলি ও একের পর এক গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে থাকে তারা।