pakistan poll - Latest News on pakistan poll| Breaking News in Bengali on 24ghanta.com
রক্তাক্ত ভোটেও পাকিস্তানে সাহস আর ইচ্ছার জয়

রক্তাক্ত ভোটেও পাকিস্তানে সাহস আর ইচ্ছার জয়

Last Updated: Saturday, May 11, 2013, 19:35

রক্তাক্ত ভোটের পর পাকিস্তানে এবার গণনা শুরু হয়ে গেল। ভোট গণনার শুরুতে দেখা যাচ্ছে এগিয়ে আছে বিরোধী দলেরা। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরগোদা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। ভোট গণনা শেষ হতে লেগে যাবে বুধবার সকাল। সোমবারের মধ্যেই অবশ্য অনেকটাই বোঝা যাবে পাকিস্তানের রায় কোন দিকে যাবে।