Last Updated: Sunday, January 13, 2013, 17:22
জমি নিয়ে বিবাদের জেরে গার্ডেনরিচের রাজাবাগান থানা এলাকার পাঁচপাড়া রোডে পুলিসের সামনেই চলল গুলি ও বোমাবাজি। জমি ঘেরা নিয়েই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জখম হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।