Last Updated: Tuesday, March 13, 2012, 18:05
মার্কিন সেনার এলোপাথাড়ি গুলিতে ১৬ জন আফগানবাসীর মৃত্যুর একদিন পরেই আফগান সরকারের প্রতিনিধিদের উপর হামলা চালালো তালিবান যোদ্ধারা। মঙ্গলবার কান্দাহারের পঞ্জওয়াই জেলার অ্যালেকোজাই ও নাজিবান গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ২ ভাই শাহ ওয়ালি কারজাই, আবদুল কায়ুম কারজাই এবং আফগান সরকারের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ দফতরের আধিকারিকরা।