Last Updated: Wednesday, April 11, 2012, 11:18
ওড়িশায় মাওবাদীদের হাতে পণবন্দী ইতালীয় নাগরিক পাওলো বসুসকোকে মুক্তির ব্যাপারে নতুন অডিও টেপ প্রকাশ করলেন মাওবাদী নেতা সব্যসাচী পাণ্ডা। বুধবার প্রকাশিত একটি অডিও টেপে সব্যসাচী পাণ্ডা জানান, ওড়িশা সরকার তাঁদের সব শর্ত মেনে নিলে তবেই ছাড়া হবে ইতালীয় নাগরিককে।