Last Updated: Wednesday, August 21, 2013, 10:04
এরা সকলেই জনপ্রিয়। সকলেই তারকা। কিন্তু বছরের এই সময়টায় সকলের হয়ে যান শুধুই দিদি। ভাইবোনের সম্পর্কের সেরা দিন রাখি। এইদিনেই কেউ চাইলেন ভাইয়ের ছবির সাফল্য, কেউ বা তার সুরক্ষিত জীবন, কেউ শুধুই ভালবাসা বা একটু সময়।