Last Updated: Friday, December 7, 2012, 12:48
ত্রিফলা কাণ্ডের জের কাটতে না কাটতে ফের বিতর্কে কলকাতা পুরসভা। এবার বিতর্ক পার্কিংয়ের ওপেন টেন্ডার ঘিরে।
ওপেন টেন্ডারের সিদ্ধান্ত বাতিল করল কলকাতা পুরসভা। সূত্রের খবর, চাপের মুখে পড়ে ওপেন টেন্ডার সিদ্ধান্ত
চূড়ান্ত করেও শেষপর্যন্ত পিছিয়ে আসতে হল পুরসভাকে।