Last Updated: Wednesday, July 4, 2012, 12:25
পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম বশিষ্ঠ মাহাত ওরফে বুলেট। ঝাড়গ্রাম জেলা পুলিসের দাবি, বশিষ্ঠ মাহাত দীর্ঘদিন ধরে বিনপুর স্কোয়াডের সদস্য হিসেবে কাজ করত।