Last Updated: Sunday, May 5, 2013, 10:25
বিরোধীরা যতই রেলমন্ত্রী পবন বলশন ও আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের দাবি তুলুক, কংগ্রেস যে দুই বিশ্বাসভাজনকে এখনই কোনও কড়া দাওয়াই দিতে রাজি নয়, তা স্পষ্ট করে দিল দশ জনপথ। কংগ্রেসের তরফে সাফাই, পূর্ণাঙ্গ তদন্তের পরই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে দু'জনের বিরুদ্ধে।