pediatric department - Latest News on pediatric department| Breaking News in Bengali on 24ghanta.com
আমরির আতঙ্ক জাগিয়ে আগুন এসএসকেএমের শিশুবিভাগে

আমরির আতঙ্ক জাগিয়ে আগুন এসএসকেএমের শিশুবিভাগে

Last Updated: Saturday, November 24, 2012, 23:21

আমরির মৃত্যুকূপের আতঙ্ক ফিরে এল এসএসকেএম হাসপাতালে। গতকাল রাতে অ্যানেক্স বিল্ডিংয়ের পাঁচতলায় ডাক্তারদের রেস্টরুমে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় রেস্টরুম লাগোয়া শিশুবিভাগ। আতঙ্কে দিশেহারা হয়ে যান আত্মীয়েরা। বাচ্চাকে নিরাপদে বের করে আনতে ছুটোছুটি শুরু করেন তাঁরা। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।