Last Updated: Tuesday, September 17, 2013, 17:40
বৃহস্পতি ও শুক্রবারের প্রস্তাবিত বাস ধর্মঘট আরও জটিল হল। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও মিনিবাস সংগঠনের ডাকা ধর্মঘটে সামিল হচ্ছে বেঙ্গল বাস সিন্ডিকেটও। যদিও পরিবহণমন্ত্রী মদন মিত্র জানিয়ে দিয়েছেন, চাপের কাছে মাথা নোয়াবে না সরকার। যতই ধর্মঘট হোক এক পয়সাও ভাড়া বাড়বে না।