pieterson - Latest News on pieterson| Breaking News in Bengali on 24ghanta.com
ঘূর্ণি পিচে `বিদ্রোহী` কুক-পিটারসেনর চাপে ধোনির কপালে ভাঁজ

ঘূর্ণি পিচে `বিদ্রোহী` কুক-পিটারসেনর চাপে ধোনির কপালে ভাঁজ

Last Updated: Saturday, November 24, 2012, 17:49

মুম্বই টেস্টের দ্বিতীয় দিনটা ভাল গেল না ভারতের। প্রথম দিনের উইকেটে মন্টি পানেসার যেভাবে `সর্দারগিরি` দেখিয়ে ছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন ভাজ্জি- অশ্বিন-ওঝাদের ভূত গলা টিপে ছাড়বে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। প্রথম দিন যে পিচটা দেখে মনে হচ্ছিল স্পিনাররা ম্যাচের ভবিষ্যত তিন দিনেই লিখে ফেলবেন, সেই গোলকধাঁধার পিচে কুক-পিটারসেন হঠাত্‍ `বিদ্রোহ` করে বসলেন। ঘূর্ণি পিচে নিজেদের সীমাবদ্ধতা বুঝে কুক-পিটারসেনরা লড়াই করছেন। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১০ রান যোগ করে ভারতকে ভয় দেখাতে শুরু করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।