pitch curator - Latest News on pitch curator| Breaking News in Bengali on 24ghanta.com
ইডেনের পিচে প্রবীরের ইনিংস শেষ, নামছেন সঙ্কর্ষণ

ইডেনের পিচে প্রবীরের ইনিংস শেষ, নামছেন সঙ্কর্ষণ

Last Updated: Thursday, December 20, 2012, 23:14

ভারত-পাকিস্তান ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জির। ইতিমধ্যেই প্রবীর মুখার্জির উত্তরসূরীও প্রায় ঠিক করে ফেলেছে সিএবি। দৌড়ে অনেকটাই এগিয়ে সঙ্কর্ষণ পাল। হর্টি কালচারের এই মেধাবী ছাত্রকে তিন বছর ধরে পিচ তৈরির কাজ শেখাচ্ছেন প্রবীরবাবু নিজেই। প্রাক্তন ক্রিকেটার মলয় ব্যানার্জি কয়েকজন কর্তার পছন্দ হলেও সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ইচ্ছা সঙ্কর্ষণ মত ছেলেরা আগামীদিনে ইডেন পিচের তৈরির হাল ধরুন।