Last Updated: Thursday, January 9, 2014, 23:17
কেউ মারা গেলেন, উদ্ধার হল না দেহ। কয়েকবছর পর তিনিই আবার ফিরে এলেন সম্পূর্ণ নতুন চেহারায়। প্লাস্টিক সার্জারির ছোঁয়ায় তিনি তখন অন্য মুখের অধিকারী। এমন ঘটনা আকছাড় ঘটে সিনেমায়। সেই মিরাকল যদি মানুষ নিজের জীবনে চান, তবে তা কেমন হতে পারে? এমনই এক বাস্তব কাহিনি চমকে দিল পুলিসকেও।