pm manmohan singh - Latest News on pm manmohan singh| Breaking News in Bengali on 24ghanta.com
সংসদে গরিষ্ঠতার দাবি, নৈশভোজে সংখ্যা অর্জনের প্রয়াস

সংসদে গরিষ্ঠতার দাবি, নৈশভোজে সংখ্যা অর্জনের প্রয়াস

Last Updated: Monday, March 12, 2012, 11:12

সকালে সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে সরকারের স্বস্তিজনক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে দাবি করলেন মনমোহন সিং। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল, প্রধানমন্ত্রীর বাসভবনের নৈশভোজ অনুষ্ঠানে এতদিন ধরে ব্রাত্য এসপি-বিএসপি নেতাদের হাজির করতে প্রবল তত্‍পর পিএমও।