Last Updated: Sunday, August 11, 2013, 15:48
প্রচণ্ড যানজট এড়াতে বাসের বদলে মেট্রোয় চড়েও ঠিকমত সময় কর্মস্থলে যাওয়া যাচ্ছে না। তাই বিমান পরিষেবার চাহিদা দিন দিন বাড়ছে। বিমানে চড়ে ইউরোপে তো অনেকেই কাজের জন্য সারাদিন অন্তত চার পাঁচটা দেশে যাতায়াত করেন এমন মানুষের সংখ্যাও এখন লাখ পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতেও সময়কে হারানো যাচ্ছে না। সভ্যতা এগোচ্ছে, ঘড়ির কাঁটার কাছে মাথানত করতেই হচ্ছে সফলতম মানুষদেরও।