polladanga - Latest News on polladanga| Breaking News in Bengali on 24ghanta.com
গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, আশঙ্কাজনক ২

গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, আশঙ্কাজনক ২

Last Updated: Wednesday, April 4, 2012, 20:44

ব্যক্তিগত আক্রোশের জেরে একই পরিবারের ৪ জনকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল মুর্শিদাবাদের পোল্লাডাঙায়। এদের মধ্যে ৬ বছরের একটি শিশু ও এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, মঙ্গলবার রাতে রফিক শেখের ঘরে জানলা দিয়ে বোমা এবং দাহ্য পদার্থ ছুঁড়ে মারা হয়।