Last Updated: Sunday, July 22, 2012, 22:14
নাচ, গান ঢাকের শব্দে মুখরিত মিরাটি গ্রাম। ঘরের ছেলে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শুরু হয়েছিল উতসব। উতসবের উন্মাদনা তুঙ্গে পৌঁছয় রাষ্ট্রপতি নির্বাচনে প্রণববাবুর জয়লাভের খবর চাউর হতেই।