Last Updated: Saturday, March 2, 2013, 23:03
আজ ওড়িশার জগতসিংহপুর জেলার পসকো স্টিল প্রজেক্টের খুব কাছেই পাটানা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। এই বিস্ফোরণের ফলে তৎক্ষণাত মৃত্যু হয়। বাকি দু`জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয় বলে সূত্রের খবর। যদিও জগতসিংপুরের পুলিস সুপারিনটেনডেন্ট এখনও পর্যন্ত দু`জনের মৃত্যুর খবর স্বীকার করেছেন।