Last Updated: Thursday, October 18, 2012, 20:29
পুলিসি আপত্তিতে পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের আই লিগের ম্যাচ। ২৭ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর যুবভারতী হবে ইস্টবেঙ্গল-পুণে এফ সি ম্যাচ। আগের সূচি অনুযায়ী ২৭ অক্টোবর হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু উত্সবের মরসুমে পুলিস দিতে রাজি হয়নি প্রশাসন। ইস্টবেঙ্গল কর্তারা বেসরকারি নিরাপত্তারক্ষী দিয়ে ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার এব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইএফএ আর ইস্টবেঙ্গল।