Last Updated: Monday, July 16, 2012, 19:56
মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা ইস্যুতে সোমবার রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করছে বামেরা। মানুষের সুবিধার কথা ভেবে বর্ধমানে বিকেলে আইন অমান্যর ডাক দেয় জেলা বাম নেতৃত্ব। বিকেল ৩ টে নাগাদ বর্ধমান স্টেশন থেকে বিজয়তোরণ পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়।