Last Updated: Friday, March 7, 2014, 23:39
লোকসভা নির্বাচনের মুখে ফের একবার প্রাইমারিতে নিয়োগ নিয়ে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে উঠে পড়ে লাগল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট জমা পড়া আবেদনের মধ্যে মাত্র দুটি খাতা দেখিয়ে পর্ষদ সভাপতির দাবি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে।অন্যদিকে শুক্রবার থেকেই নতুন পরীক্ষার্থীদের জন্য ইউবিআই ব্যাঙ্কের মাধ্যেমে আবেদন জমা নেওয়া শুরু হল। টেট কেলেঙ্কারি নিয়ে নাস্তানাবুদ প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের একবার নামল ইমেজ উদ্ধারে। লোকসভা ভোটের মুখে জনসাধারণের মধ্যে টেট নিয়ে অসন্তোষ মেটাতে পর্ষদ কর্তার দাবি সঠিকভাবেই খাতা দেখা হয়েছে। খাতা দেখতে চেয়ে ইতিমধ্যেই পর্ষদের কাছে প্রায় ২৬০০ আবেদন জমা পড়েছে। প্রথম পর্যায়ে ১৩০ টি খাতা দিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীদের। শুক্রবার সাংবাদিক সম্মেলনে পর্যদ সভাপতি এর মধ্যে দুটি খাতা দেখিয়ে দাবি করেন ১৩০টি খাতাই সঠিকভাবে মূল্যালয়ন হয়েছে। নিয়োগে কোনও অস্বচ্ছতা নেই।