Last Updated: Wednesday, November 9, 2011, 15:03
শেষ পর্যন্ত ঋণসঙ্কটের জেরে প্রবল চাপের মুখে শর্তসাপেক্ষ ইস্তফার প্রস্তাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ মেনে পার্লামেন্ট ব্যয়সংকোচ কর্মসূচি অনুমোদন করবার পরই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইতালির পরবর্তী সাধারণ নির্বাচনে না দাঁড়ানোর কথাও ঘোষণা করেছেন বার্লুসকোনি।