prime minister of pa - Latest News on prime minister of pa| Breaking News in Bengali on 24ghanta.com
টানাপোড়েন মেনে নিয়েও ন্যাটোর প্রতি নরম গিলানি

টানাপোড়েন মেনে নিয়েও ন্যাটোর প্রতি নরম গিলানি

Last Updated: Wednesday, May 16, 2012, 21:28

এবার খোলাখুলি ন্যাটো তথা পশ্চিমী দুনিয়ার সঙ্গে পাকিস্তানের গণতান্ত্রিক সরকারের টানাপোড়েনের কথা কবুল করলেন ইউসুফ রাজা গিলানি। সেই সঙ্গে বুধবার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, দেশের কৌশলগত স্বার্থ বিবেচনায় রেখেই তাঁর সরকার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।