Last Updated: Sunday, November 18, 2012, 19:07
কেউ বলছেন রূপকথার লড়াই, কেউ বলছেন যুদ্ধে নিশ্চিত হারের সামনে দাঁড়িয়ে রাজার জীবনমরণ লড়াই। মোতেরার চতুর্থ দিন জুড়ে আশা, জয়, আশঙ্কা সবকিছুর নাম হয়ে থাকালেন আলিস্টার কুক। ১৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডের অধিনায়ক কুক, আর ম্যাট প্রায়র (৮৪অপ) জয় আর পরাজয়ের মধ্যে পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছেন। ইনিংস হার এড়িয়ে ইংল্যান্ড এখন দশ রানের লিড নিয়ে ফেলেছে। যার মানে দাঁড়াল ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই হবে ধোনিদের।