Last Updated: Monday, December 19, 2011, 23:12
বিরোধীদের সম্মিলিত দাবিতে শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রী পদকে লোকপালের আওতায় আনলেও বাদ রইল সিবিআই। টিম আন্নার লাগাতার চাপ সত্বেও মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত লোকপাল বিলের খসড়ায় সিবিআই-কে লোকপালের বাইরে রাখা হয়েছে।