Last Updated: Thursday, March 22, 2012, 18:58
`ডন`, `অগ্নিপথ`এর পর এবার `জঞ্জীর`। ১৯৭৩ সালের `বিগ বি` অভিনীত এই ছবি বেশ সাড়া ফেলেছিল সেই সময়। বলিউডে একের পর এক ছবি রিমেকের পালায় নতুন সংযোজন `জঞ্জীর`এর রিমেক। আর এবারও ছবির নায়িকা হিসেবে প্রথম পছন্দ প্রিয়ঙ্কা চোপড়া। `মালা` চরিত্রে জয়া বচ্চনের জায়গায় অভিনয় করবেন তিনি।