Last Updated: Thursday, July 26, 2012, 23:15
অলিম্পিকে হরিয়াণার অ্যাথলিট সোনা জিতলে তাঁকে আড়াই কোটি টাকা পুরস্কার দেবে হরিয়াণা সরকার। এমনটাই ঘোষণা করেছেন হরিয়াণার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। রুপো এবং ব্রোঞ্জ জয়ী অ্যাথলিটদের যথাক্রমে দেড় এবং এক কোটি টাকা পুরস্কার দেবে হুডা সরকার।