Last Updated: Monday, March 17, 2014, 22:08
অভিনেতাদের প্রযোজনায় আসার গল্পো বলিউডে অনেক পুরনো। অভিনেত্রীরা বিয়ের পরে ঘরকন্নাতেই মনোনিবেশ করতেন। শুধু মোটা ব্যাঙ্ক বালান্সের প্রযোজকদের ঘরনী হয়েই এখন আর থেমে নেই অভিনেত্রীরা। নিজেরাই কোমর বেঁধে নেমে পড়ছেন প্রযোজনায়।