Last Updated: Sunday, April 15, 2012, 21:49
কার্টুন বিতর্কে নয়া মোড়। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে যে বা যাঁরা পুলিসে অভিযোগ দায়ের করেছিল, তাঁদের মুখ্যমন্ত্রীর হয়ে মানহানির মামলা করার এক্তিয়ারই নেই। আইনজীবীদের বক্তব্য যাঁর মানহানি হয়েছে, একমাত্র তিনিই আদালতে গিয়ে এই সংক্রান্ত মামলা করতে পারেন। এমনকি গোটা প্রক্রিয়ায় পুলিস যে ভূমিকা নিয়েছে তাকেও অসাংবিধানিক বলে জানাচ্ছেন আইনজীবীরা।