Last Updated: Tuesday, March 25, 2014, 14:48
২০১২ সালে পৃথিবীতে বায়ু দূষণের কোপে প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে ৭০ লক্ষ মানুষ। মঙ্গলবার এই তথ্য দিয়েছে World Health Organization (WHO)। বায়ু দূষণকেই বর্তমান বিশ্বের স্বাস্থ্যের পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক পরিবেশ গত কারণ হিসাবে চিহ্নিত করেছে WHO।