public health - Latest News on public health| Breaking News in Bengali on 24ghanta.com
২০১২ সালে বায়ু দূষণ প্রাণ কেড়েছে ৭০ লক্ষ মানুষের, জানাল WHO

২০১২ সালে বায়ু দূষণ প্রাণ কেড়েছে ৭০ লক্ষ মানুষের, জানাল WHO

Last Updated: Tuesday, March 25, 2014, 14:48

২০১২ সালে পৃথিবীতে বায়ু দূষণের কোপে প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে ৭০ লক্ষ মানুষ। মঙ্গলবার এই তথ্য দিয়েছে World Health Organization (WHO)। বায়ু দূষণকেই বর্তমান বিশ্বের স্বাস্থ্যের পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক পরিবেশ গত কারণ হিসাবে চিহ্নিত করেছে WHO।