Last Updated: Thursday, May 24, 2012, 11:34
মুম্বই কাণ্ডের মুল চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ বাড়াল ভারত। বৃহস্পতিবার ইসলামাবাদে পাক অভ্যন্তরীণ সচিব খাজা সিদ্দিক আকবরের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রসচিব আর কে সিং।
Last Updated: Tuesday, January 24, 2012, 21:40
শেষ পর্যন্ত দিল্লি ও মহারাষ্ট্র পুলিসের চাপানউতোর এড়াতে হস্তক্ষেপ করতে হল নর্থ ব্লককে। মঙ্গলবার মিডিয়ার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং জানালেন, ১৩/৭ নাশকতায় জড়িত থাকার অভিযোগে ধৃত বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা নাকি আহমেদ আদতে জঙ্গি সংগঠন `ইন্ডিয়ান মুজাহিদিন`-এরই সক্রিয় সদস্য।
more videos >>