Last Updated: Tuesday, July 31, 2012, 14:12
চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফের গ্রিড-গরমিল! নর্দার্ন পাওয়ার গ্রিডের পাশাপাশি
এবার বিকল হল ইস্টার্ন গ্রিডও। আর গ্রিড বসে গিয়ে উত্পাদিত বিদ্যুত্
বণ্টন ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে উত্তর ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ পূর্ব
এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুত্
বিভ্রাট।