Last Updated: Sunday, December 16, 2012, 22:53
রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক মহিলা সমেত চারজনকে গ্রেফতার করল শিয়ালদহ জিআরপি। ধৃতদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে চার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিসের দাবি, রাজ্যের প্রায় দু হাজার তরুণ-তরুণীকে রেলের ভুয়ো নিয়োগপত্র দিয়ে, এই টাকা তুলেছিল প্রতারকরা।
ধৃতদের বয়স, ২২ কি ২৩। এই বয়সেই প্রায় সাড়ে চার কোটি টাকার প্রতারণা। চাকরি দেওয়ার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় দু-হাজার জনের কাছ থেকে কুড়ি হাজার করে টাকা নিয়েছিল। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছিল এমনটাও নয়।জালিয়াতির ব্যবসা চালিয়ে যেতে চাকরি প্রার্থীদের রেলের নিয়োগপত্রও দিয়েছিল। দিয়েছিল আইডেন্টিটি কার্ডও। সব একেবারে আসলের মত।