Last Updated: Tuesday, March 25, 2014, 16:38
গ্রীষ্মের দুপুরটা হঠাত্ অন্য রকম হয়ে গেল কলকাতার। ভর দুপুরে কখন যেন ঝপ করে সন্ধ্যা নেমে এল। তার মধ্যে আবার শহরজুড়ে লোডশেডিং। সব মিলিয়ে তিলোত্তমা দেখলে ভিন্ন একটা দুপুরের। একটা অচেনা দুপুরের। কয়েক মিনিটের ব্যবধানে এমন কতগুলো ছবি তৈরি হল যা দেখে বলতেই হয় কলকাতা আজ যেন কবিতার দুপুর।