Last Updated: Tuesday, September 4, 2012, 22:18
এমএনএস প্রধান রাজ ঠাকরের সমর্থনে এবার ময়দানে অবতীর্ণ হলেন বলিউডের "মস্ত-মস্ত`` নায়িকা রবিনা ট্যান্ডন। কিছুদিন আগে পাকিস্তানি
প্রতিযোগীদের ভারতীয় টেলিভিশন শো এবং সিনেমাতে অংশগ্রহণ করা নিয়ে তীব্র বিদ্বেষ মূলক মন্তব্য করেন রাজ। মঙ্গলবার একটি দৈনিককে
দেওয়া সাক্ষাৎকারে রবিনা খোলা গলায় রাজের সমর্থন করলেন। বলিউডি তারকারা বেশিরভাগ ক্ষেত্রে সচেতন ভাবেই রাজনীতির সঙ্গে দূরত্ব বজায়
রেখে চলেন। রবিনা `টিনসেল টাউনের` সেই চিরাচরিত ধারার উল্টো পথে হেঁটে মুখ খুললেন এমএনএস সুপ্রিমোর পক্ষে।